Site icon Jamuna Television

জাহাজে লুকানো বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার করলো মার্কিন নৌবাহিনী

জাহাজে লুকানো বিপুল সংখ্যক অস্ত্রের চালান উদ্ধার করলো মার্কিন নৌবাহিনী। আজ রোববার (৯ মে) এক বিবৃতিতে ঘোষণাটি দেয় যুক্তরাষ্ট্র।

বিবৃতিতে যুক্তরাষ্ট্র জানায়, ক্ষেপণাস্ত্রবাহী মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস মনটেরে’ আরব সাগরের উত্তরাঞ্চলে খুঁজে পায় পরিচয়হীন জাহাজটিকে। কিন্তু, নকশা-আকার এবং নাবিকদের কথা শুনে সেটিকে মধ্যপ্রাচ্যের নৌযান হিসেবে চিহ্নিত করা হয়। তাতে পাওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একে ফোরটি সেভেন, স্নাইপার রাইফেলস, ভারি মেশিন গান এবং রকেট-প্রপেলড-গ্রেনেড লঞ্চারসহ আরো অস্ত্র।

কিন্তু, গন্তব্যস্থল সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে যুদ্ধপীড়িত ইয়েমেনের উদ্দেশ্যেই যাচ্ছিলো অস্ত্রবাহী নৌযানটি। ২০১৫ সাল থেকেই দেশটিতে চলছে গৃহযুদ্ধ।

Exit mobile version