Site icon Jamuna Television

বাড়ি ফিরলো ঝিনাইদহে কোয়ারেন্টাইনে থাকা ৮৬ জন ভারতফেরত

ঝিনাইদহ প্রতিনিধি:

১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইন শেষে বাড়ি ফিরলো ৮৬ জন ভারতফেরত যাত্রী। সকালে ঝিনাইদহ শহরের পিটিআই হোস্টেল প্রাঙ্গণে তাদের পাসপোর্ট ও করোনা নেগেটিভ ফলাফল দেওয়া হয়।

জেলা প্রশাসন জানায়, গত ৩ ও ৪ মে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ১৬৭ জন যাত্রীকে ঝিনাইদহ শহরের পিটিআই ও এইড কমপ্লেক্সে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হয়।

সোমবার করোনার নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসায় আজ (মঙ্গলবার) তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। এর আগে গতকাল ২৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়।

এছাড়াও ১৪ দিন কোয়ারেন্টাইন শেষে ৪ জনের করোনা পজেটিভ আসায় তাদের ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।

Exit mobile version