Site icon Jamuna Television

দুই সপ্তাহেও গ্রেফতার হয়নি স্কুলছাত্র সুমেলের খুনি

সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যাকাণ্ডের দুই সপ্তাহ অতিবাহিত হয়ে গেলেও গ্রেফতার হয়নি অভিযুক্ত সাইফুল।

দিনে দুপুরে গুলি করে এ হত্যাকাণ্ড ঘটালেও উদ্ধার হয়নি অস্ত্র। তাই এর মধ্যে আবারও হামলার আতঙ্কে রয়েছে সুমেলের পরিবার।

বিশ্বনাথের চৈতন নগর গ্রামের রাস্তা তৈরি করতে জোর করে কৃষি জমির মাটি কাটার ঘটনায় প্রতিবাদ করেছিল সুমেলসহ গ্রামবাসী। এমন সময় সাইফুল ও তার বাহিনী গুলি ছুঁড়লে মারা যায় সুমেল। ঘটনায় সুমেলের বাবাসহ চারজন গুলিবিদ্ধ হয়।
এই ঘটনায় ২৭ জনের বিরুদ্ধে মামলা হলেও মূল অভিযুক্তসহ প্রথম ২০ জনই ধরাছোঁয়ার বাইরে। গ্রামবাসী বলছে, তারা সাইফুলসহ অন্য অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চায়। যেন, গ্রামে আরকেউ ত্রাসের রাজত্ব কায়েম করতে না পারে।

সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ বলছে, অভিযুক্তরা গা ঢাকা দিয়ে আছে। তবে তাদের গ্রেফতার করতে পুলিশি তৎপরতা অব্যাহত আছে। সুমেলের ব্রিটিশ পাসপোর্ট জব্দ করা হয়েছে বলেও জানায় পুলিশ।

Exit mobile version