Site icon Jamuna Television

রাজউকের নতুন চেয়ারম্যানকে যমুনা গ্রুপের শুভেচ্ছা

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর নতুন নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান এবিএম আমিন উল্লাহ নুরীকে শুভেচ্ছা জানিয়েছে যমুনা গ্রুপ। গ্রুপের পরিচালক ড. আলমগীর আলম ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

এ সময় রাজউক চেয়ারম্যান বলেন, আধুনিক নগরায়নের পাশাপাশি সাধারণ মানুষকে হয়রানিমুক্ত সেবা দিতে কাজ করবেন তিনি। এ জন্য বেশ কয়েকটি প্রকল্প চলমান আছে বলে জানান রাজউক চেয়ারম্যান। প্রকল্পগুলো দ্রুত শেষ করার উদ্যোগ নেয়া হবে বলে জানান তিনি। করোনার প্রকোপ কমে আসলে ড্যাপ বাস্তবায়নের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন রাজউকের নতুন চেয়ারম্যান। ঢাকায় নতুন করে আর কোন জঞ্জাল সৃষ্টি হতে দেয়া হবে না বলেও আশ্বাস দেন তিনি।

রাজউক চেয়ারম্যান আরও বলেন, সেবা নিতে এসে আর কাউকে রাজউকে ঘুরতে হবে না। হয়রানিমুক্তভাবে সেবা দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

Exit mobile version