Site icon Jamuna Television

সাংবাদিক রোজিনাকে হেনস্তার প্রতিবাদে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন বয়কট

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করার প্রতিবাদে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলন বয়কট করেছে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোটার্স ফোরাম-বিএসআরএফ ।

সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ মঙ্গলবার (১৮ মে) সকাল ১১ টায় ব্রিফিং এর জন্য আসেন অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসাসহ কয়েকজন।

এসময় সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন বয়কট করেন গণমাধ্যমাকর্মীরা। তারা সভাকক্ষ ছেড়ে বাইরে বের হয়ে যান।

পরে জরুরি সাধারণ সভায় বিএসআরএফ নেতৃবৃন্দ রোজিনা ইসলামের মুক্তি ও তাকে হেনস্তাকারীদের শাস্তির দাবিতে বুধবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবে সামনে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে। এর পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ বর্জনের ঘোষণাও দিয়েছে সংগঠনটি।

Exit mobile version