Site icon Jamuna Television

যমুনার চোরাবালিতে আটকে ৩জন মারা গেছে

গাইবান্ধা প্রতিনিধি :

যমুনার চরে ঘুরতে গিয়ে গাইবান্ধার সাঘাটায় চোরাবালিতে ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ মে) বিকেল সাড়ে ৩টার দিকে সাঘাটা উপজেলার যমুনা নদীর চর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সারা হক প্রীতি (২৬), তার বোন সওদা হক (২৪) ও অনামিকা সারোয়ার (১৭)। তারা তিনজনই রংপুর বাবু পাড়ার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কচুয়ারহাটে পার্থ হকের বাড়িতে বেড়াতে আসে তার বোন সারা ও সওদা হক এবং প্রতিবেশী অনামিকা। দুপুরে তারা যমুনা নদীর চরে ঘুরতে গিয়ে একজন চোরাবালিতে আটকা পড়ে। পরে তাকে উদ্ধার করতে গিয়ে তারাও চোরাবালিতে আটকে পড়ে। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আবদুল কুদ্দুস জানান, নিহতের লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

Exit mobile version