Site icon Jamuna Television

৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদক হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদান রাখা নয়জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে স্বাধীনতা পদক। আজ বৃহস্পতিবার (২০ মে) গণভবনে আয়োজিত অনুষ্ঠানে দেশের সর্বোচ্চ জাতীয় পুরস্কার হাতে তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের যেটুকু অগ্রগতি হয়েছে সেটুকু ধরে রেখে সামনের দিকে এগিয়ে যেতে চাই। মুক্তিযোদ্ধাদের অবদানকে স্মরণ করি। মুক্তিযুদ্ধে অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানাই।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে প্রয়াত আহসানুল্লাহ মাস্টার, প্রয়াত আখতারুজ্জামান বাবু, প্রয়াত কে এম বজলুর রহমান ও প্রয়াত মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ উদ্দিন আহমেদ পেয়েছেন স্বাধীনতা পদক।

সাহিত্যে স্বীকৃতি দেওয়া হয় কবি মহাদেব সাহা, সংস্কৃতিতে চলচ্চিত্রকার-গীতিকার গাজী মাজহারুল আনোয়ার ও নাট্যজন আতাউর রহমানকে।

বিজ্ঞান ও প্রযুক্তিতে ড. মৃন্ময় গুহ নিয়োগী, সমাজসেবায় অধ্যাপক ডা: এম আমজাদ হোসেন পেয়েছেন স্বাধীনতা পদক।

গবেষণা ও প্রশিক্ষণে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল প্রতিষ্ঠান হিসেবে এবার পুরস্কার পেয়েছে।

Exit mobile version