Site icon Jamuna Television

‘কেল্লা বাবা’র মাজার থেকে ভক্তের মরদেহ উদ্ধার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া খরমপুরের শাহ্ ছৈয়দ আহাম্মদ গেছু দারাজ (রহ.) প্রকাশ্য শাহ্পীর কেল্লা বাবার মাজার থেকে অজ্ঞাত পরিচয়ে (৭০) এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বুধবার (১৯ মে) রাতে কেল্লা বাবার মাজার থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে আখাউড়া থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে খরমপুর কেল্লা বাবার মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মিন্টু খাদেম যমুনা টেলিভিশনকে জানান, ওই নারী মাজারের ভক্ত। কেল্লা বাবার মাজার এলাকায় ভবঘুরের মতো ঘোরাঘুরি করতেন তিনি।

আখাউড়া থানার ওসি মিজানুর রহমান বলেন, ওই নারী মাজারের আশেকান। কিছুদিন ধরে তিনি মাজারে অবস্থান করছিলো। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তার নাম-পরিচয় উদ্ঘাটনে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান ওসি।

Exit mobile version