Site icon Jamuna Television

এবারও এশিয়া কাপ বাতিল!

করোনাভাইরাসের কারণে এবারও বাতিল হয়ে গেলো এশিয়া কাপ। ২০২৩ সালের মধ্যে এই টুর্নামেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান অরবিন্দ ডি সিলভা।

ক্রিকেটারদের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে লঙ্কান বোর্ড। ২০২২ এবং ২০২৩ সালে টানা সূচি থাকায় এই সময় এশিয়া কাপ আয়োজন করা সম্ভব নয়।

২০২০ সালে শ্রীলঙ্কার মাটিতে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার পাশাপাশি আফগানিস্তানেরও অংশগ্রহণ করার কথা ছিলো এ টুর্নামেন্টে। এক বছর পিছিয়ে এই বছর এশিয়া কাপ আয়োজন করা হয়েছিলো। কিন্তু করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে এইবারও তা বাতিল হয়ে গেছে।

২০২৩ সালের পর এই টুর্নামেন্ট আয়োজন করা হবে বলে জানানো হয়।

Exit mobile version