Site icon Jamuna Television

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ১১টার দিকে উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাঁনপুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে জংশন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম।

তিনি জানান, স্থানীয়রা মরদেহটি রেললাইনের পাশে পড়ে আছে খবর জানালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, মালবাহী কোনো একটি ট্রেনে যুবকটি কাটা পড়েছে। তার বয়স আনুমানিক ৩০/৩২ বছর হবে। তার পরিচয় এখনো জানা যায়নি।

Exit mobile version