Site icon Jamuna Television

পিএসজিকে হারিয়ে লীগ ওয়ান চ্যাম্পিয়ন লিলে

এক দশক পর লীগ ওয়ান চ্যাম্পিয়ন লিলে। পিএসজিকে হতাশায় ডুবিয়ে ফরাসি লিগ ওয়ানে শিরোপা জিতছে তারা। এ নিয়ে ফ্রান্সের শীর্ষ লিগে চতুর্থ শিরোপা জিতল ক্লাবটি।

ম্যাচের দশ মিনিটেই কানাডিয়ান ফরোয়ার্ড জোনাথন ডেভিডের গোলে স্বপ্নের শুরু হয় লিলের। প্রথমার্ধের যোগ করা সময়ে বাকি কাজটুকু সেরে ফেলেন বুরাক ইলমাজ। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দ্বিতীয় মিনিটে ফুলগিনি ব্যবধান কমালে ক্ষণিকের জন্য উত্তেজনা ছড়ায়। শেষ পর্যন্ত অবশ্য লিলের শিরোপা উৎসবে বাধা হতে পারেনি তা।

শিরোপা জয়ের পথচলায় মৌসুমে মাত্র তিনটি ম্যাচে হেরেছে লিল। ৩৮ ম্যাচে ২৪ জয় ও ১১ ড্রয়ে তাদের পয়েন্ট ৮৩। ব্রেস্তের মাঠে ২-০ গোলে জেতা পিএসজি ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে।

Exit mobile version