Site icon Jamuna Television

খাগড়াছড়িতে শিশুকে ধর্ষণ চেষ্টা, কারাগারে যুবক

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে ধর্ষণ মামলার এক আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

পুলিশ জানায়, জেলা শহরের শালবাগান এলাকার ছয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে শাহীন ইসলাম নামে
এক যুবক। গতকাল মঙ্গলবার বিকেলে নিজ বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতে শিশুটির মা বাদী হয়ে অভিযুক্ত শাহীনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে আজ দুপুরে আদালতে পাঠায়।

মামলায় উল্লেখ করা হয়, শিশুটি বাড়ির পাশে খেলায় ব্যস্ত ছিল। এ সময় পরিবারের লোকজন শিশুটির খালার বিয়ে নিয়ে ব্যস্ত থাকার সুযোগ পেয়ে শাহীন তাকে ডেকে নিজ ঘরে নিয়ে যায়। এক পর্যায়ে ঘরের দরজা বন্ধ করে কন্যা শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এমতাবস্থায় মেয়ের মা মেয়েকে ডাকাডাকি করলে শাহীন দরজা খুলে বাইক নিয়ে পালিয়ে যায়। পরে শিশুটির পরিবারের সদস্যরা ৯৯৯ এ ফোন করে পুলিশকে জানালে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

Exit mobile version