Site icon Jamuna Television

নরসিংদীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রতীকী ছবি

স্টাফ রিপোটার, নরসিংদী:

নরসিংদীর পলাশে সিগারেটে আগুন ধরানোর কথা বলে বাড়িতে ঢুকে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৮ মে) সকালে ওই শিশুর বাবা বাদি হয়ে অভিযুক্তের নাম উল্লেখ করে পলাশ থানায় মামলা করেছেন।

বৃহস্পতিবার (২৭ মে) সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের সরকারচর গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দীন মামলাপ্রাপ্তির তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগপত্র ও ভুক্তভোগীর পরিবারের সাথে কথা বলে জানা যায়, অভিযুক্ত সিগারেটে আগুন ধরানোর কথা বলে বাড়িতে ঢোকে। বাড়িতে কেউ না থাকার সুযোগে সে ৭ বছরের ওই শিশুটিকে ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটির মা চলে আসলে অভিযুক্ত পালিয়ে যায়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দীন জানান, শিশুটিকে ধর্ষণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা হয়েছে। পাশাপাশি ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Exit mobile version