Site icon Jamuna Television

ভারতসহ ১১ দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ

করোনা সংক্রমণ রোধে ভারত-নেপাল ও মালয়েশিয়াসহ ১১ দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সেসব দেশে মঙ্গলবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ৪ জুন থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। দেশগুলো হচ্ছে ভারত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, আর্জেন্টিনা, বাহরাইন, বলিভিয়া, ব্রাজিল, প্যারাগুয়ে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ও উরুগুয়ে। ১১ দেশকে ‘গ্রুপ-এ’ ক্যাটাগরি উল্লেখ করেছে সিভিল এভিয়েশন। তবে দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশি ভিজিটররা দূতাবাসের বিশেষ অনুমতি নিয়ে দেশে আসতে পারবেন। সেক্ষেত্রে নিজ খরচে সরকার নির্ধারিত হোটেলে থাকতে হবে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে।

এছাড়াও প্রজ্ঞাপনে বেলজিয়াম, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ডেনমার্ক, গ্রিস, কুয়েত এবং ওমানকে ‘গ্রুপ-বি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে। এসব দেশ থেকে বাংলাদেশে আসা যাত্রীদের জন্য আরোপ করা হয়েছে কিছু বিধিনিষেধ।

ইউএইচ/

Exit mobile version