Site icon Jamuna Television

টাঙ্গাইলে চিকিৎসার অবহেলায় মুক্তিযোদ্ধার মৃত্যুর অভিযোগ

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা অবহেলায় এক মুক্তিযোদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে। প্রতিবাদে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সংঘর্ষে জড়িয়েছে স্বজনরা। এতে ৫ জন আহত হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। হুগরা এলাকার মুক্তিযোদ্ধা নুর ই খোদাকে সকালে হাসপাতালে ভর্তি করা হয়।

স্বজনদের অভিযোগ, ভর্তির পর তাকে তাৎক্ষণিক চিকিৎসা সেবা না দিয়ে ফ্লোরে ফেলে রাখা হয়। পরে এক নার্স ইনজেকশন দিতে ৪ হাজার টাকা দাবি করেন। ইনজেকশন দেয়া হলেও কোনো ডাক্তার তাকে দেখেনি। রাতে তিনি মারা গেলে হাসপাতালে ভাঙচুর চালায় স্বজনরা।

এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষুব্ধ স্বজনদের ওপর হামলা চালায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইউএইচ/

Exit mobile version