Site icon Jamuna Television

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে নীলক্ষেত মোড়ে শিক্ষার্থীদের অবস্থান

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে নীলক্ষেত মোড়ে শিক্ষার্থীদের অবস্থান

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচী পালন করছেন। সকাল থেকে রাজধানীর নীলক্ষেতে তারা তাদের দাবি নিয়ে অবস্থান করছে।

শিক্ষা কার্যক্রম নিয়ে মন্ত্রণালয় ও কলেজ প্রশাসনের কোনো রোডম্যাপ না থাকায় ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা। পরিকল্পনা ছাড়া একের পর এক তারিখ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয় তাদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছে বলে দাবি শিক্ষার্থীদর। যেখানে অফিস আদালত, মার্কেটসহ সব খুলে দেয়া হয়েছে সেখানে স্কুল কলেজ বন্ধ রাখা অযৌক্তিক বলে মনে করেন তারা। এ সকল সংকট নিরসনে অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়াসহ তিন দফা দাবি তুলে ধরা হয় অবস্থা কর্মসূচী থেকে।

এনএনআর/

Exit mobile version