Site icon Jamuna Television

আফগানিস্তানে বোমা হামলায় অন্তত ১০ জন নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলের শিয়া অধ্যুষিত এলাকায় পৃথক বোমা হামলায় নিহত হয়েছে অন্তত ১০ জন। এদিকে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণের ঘটনায় দেশটিতে ভেঙে পড়েছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা।

গত বুধবার (২ জুন) আফগানিস্তানের এক সরকারি কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। খবর আরব নিউজের।

প্রথম বোমা হামলাটি হয় মঙ্গলবার কাবুলের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনির উপদেষ্টা মোহাম্মদ মুহাক্কিকের বাড়ির পাশে মিনিবাসকে লক্ষ্য করে। এ হামলায় মৃত্যু হয়েছে ছয়জনের।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, অপর বিস্ফোরণটি হয় রাজধানী কাবুলের অন্য একটি এলাকায়। যাত্রী পরিবহন করছিলো এমন একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে চারজনের প্রাণ গেছে।

এখন পর্যন্ত কেউই এ হামলার দায় স্বীকার করেনি।

যেসব এলাকায় হামলা হয়েছে,সেখানে হাজারা সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। এর আগেও দায়েশ তাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর আগে এ জঙ্গিগোষ্ঠী আফগানিস্তানের বিভিন্ন এলাকায় শিয়াদের ওপর হামলার দায় স্বীকার করেছিল।

এ ছাড়া কাবুলের উত্তর অংশে সরকার নিয়ন্ত্রিত এলাকার একটি বৈদ্যুতিক টাওয়ারে বিস্ফোরণের ঘটনায় ভেঙে পড়েছে বিদ্যুৎ সরবরাহ।

Exit mobile version