Site icon Jamuna Television

সত্যজিৎ রায়ের ছোটগল্প নিয়ে নির্মিত ওয়েব সিরিজ রায়ের ট্রেলার প্রকাশ

উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ৪টি ছোটগল্প নিয়ে নির্মিত হয়েছে অ্যান্থলজি ওয়েব সিরিজ রায়। আজই প্রকাশ পেয়েছে এই সিরিজের ট্রেলার যার প্রতিটি ঝলকেই রয়েছে রহস্য এবং রোমাঞ্চের ছোঁয়া। সিরিজটি মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে।

সত্যজিৎ রায়ের আবদ্ধ প্রেম, লালসা, বিশ্বাসঘাতকতা এবং সত্যের চারটি গল্প নিয়ে নির্মিত হয়েছে এই সিরিজ। পরিচালনা করেছেন তিনজন পরিচালক সৃজিত মুখার্জি, অভিষেক চৌবে এবং ভাষাণ বালা।

রায় সিরিজটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী, আলী ফজল, হর্ষবর্ধন কাপুর, কে কে মেনন, রাধিকা মদন, গজরাও রাওসহ আরো অনেকে।

প্রথম পর্ব ‘হাঙ্গামা হ্যায় কিউ বরপা’ পরিচালনা করেছেন অভিষেক চৌবে। দ্বিতীয় পর্ব ‘ফরগেট মি নট’ ও তৃতীয় পর্ব ‘বহুরূপী’ পরিচালনা করেছেন সৃজিত মুখার্জি। ‘স্পটলাইট’ নামের চতুর্থ পর্বটি পরিচালনা করেছেন ভাষাণ বালা।

ট্রেলার প্রকাশের পর সত্যজিৎ ভক্তদের মধ্যে সিরিজটি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে ইতোমধ্যে। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে রায় প্রকাশ পাবে ২৫ জুন।

Exit mobile version