Site icon Jamuna Television

আখ খেতে গিয়ে রাস্তা অচল করে দিলো হাতি!

হাতির সাধ জেগেছে আখ খাওয়ার! হাতির বলে কথা। মহাশয় চলে এলেন রাস্তায়, আখবাহী লরি থামিয়ে খেতে শুরু করেন সাধের আখ। রাজকীয় ভঙ্গিতে আখ খেতে গিয়ে রাস্তায় লাগিয়ে দিলেন দীর্ঘ যানজট। গত রোববার এ ঘটনা ঘটেছে থাইল্যান্ডে।

ডেইলি মেইলের এক রিপোর্টে জানানো হয়, হাতিটি বিকেল ৫টা থেকে পরবর্তী ২ ঘণ্টায় ১২টি বিভিন্ন গাড়িয়ে থামিয়ে আখ খুঁজতে থাকে। এই ভিডিও আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে।

একজন লরি চালক বলে, হাতিটি অনেক বড় ছিলো, তাই কোনো ব্যক্তি সাহস করে রাস্তা থেকে সরিয়ে নিকটবর্তী বনে পাঠাতে পারেনি।

কিন্তু হাতিটি কারো ক্ষতি করেনি। হাতির সামনে দিয়ে ধীরে ধীরে চলে যাচ্ছিল গাড়ি গুলো। এতে রাস্তায় যানজট লেগে যায়।

বন্য হাতি সংরক্ষণের প্রধান কোবিত বুনপাঙ্ক বলেন, এ অঞ্চলের হাতিরা মানুষের জন্য ক্ষতিকর না। মূলত, হাতিটি খাবারের জন্য এরকম করেছিলো।

Exit mobile version