Site icon Jamuna Television

ম্যাকরনকে চড় দেয়া ব্যক্তির পরিচয় প্রকাশ করেছে ফরাসি সরকার

ম্যাকরনকে চড় দেয়া ব্যক্তির পরিচয় প্রকাশ করেছে ফরাসি সরকার

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনকে চড় দেয়া ব্যক্তির পরিচয় প্রকাশ করেছে ফরাসি সরকার। ২৮ বছর বয়সী ব্যক্তির নাম ডেমিয়েন তারেল। এর আগে কোনো অপরাধমূলক রেকর্ড নেই তার।

বুধবার স্থানীয় গণমাধ্যমে জানানো হয়, কট্টর ডানপন্থিদের বিভিন্ন ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ওই ব্যক্তি। বুধবার আনুষ্ঠানিক তদন্ত শুরু হয় তার বিরুদ্ধে। জনগুরুত্বপূর্ণ ব্যক্তির ওপর হামলার অভিযোগ গঠন হবে তার বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ তিন বছরের জেল ও ৫৫ হাজার ডলার জরিমাণা গুনতে হতে পারে তার।

মঙ্গলবার ফ্রান্সের ড্রোম প্রদেশে জনসংযোগের সময় ড্যামিয়েনের হাতে চড় খান প্রেসিডেন্ট ম্যাকরন। অনলাইন দুনিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও।

এনএনআর/

Exit mobile version