Site icon Jamuna Television

ছুরি রেখে তরবারি দিয়ে কেক কাটলেন ব্রিটেনের রানী

ছুরি রেখে তরবারি দিয়ে কেক কাটলেন ব্রিটেনের রানী

স্বভাব সুলভ গাম্ভির্যতার পরিবর্তে বিশ্বনেতাদের সাথে হাসি ঠাট্টায় মেতে উঠলেন ব্রিটেনের রানী এলিজাবেথ। জি সেভেন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের পর কেক কাটার সময় উপস্থিতদের সাথে হাসি ঠাট্টা করতে দেখা যায় তাকে। কেক কাটার সময় মজার ছলে ছুরির পরিবর্তে তরবারি ব্যবহার করেন রানী। বড় তরবারি সামলাতে রীতিমত বেগ পেতে হয় তাকে। এসময় তাকে সহায়তায় এগিয়ে আসেন প্রিন্স চার্লাসের স্ত্রী ক্যামিলা পার্কার।

এরআগে জি সেভেন সম্মেলনের আনুষ্ঠানিক ফটোসেশনেও বিশ্ব নেতাদের সাথে মজার ছলে কথা বলেন রানী এলিজাবেথ।

এনএনআর/

Exit mobile version