Site icon Jamuna Television

আইইউবিতে শিক্ষা বাজেট নিয়ে ওয়েবিনার অনুষ্ঠিত

ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি’র (আইইউবি) ডিপার্টমেন্ট অব সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিসের উদ্যোগে ‘পোস্ট বাজেট (২০২১-২২) ডিসকাশনঃ এডুকেশন সেক্টর ইন ফোকাস’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। সেখানে বাজেটে শিক্ষা খাতে ব্যয়, করোনার প্রভাব ও উত্তরণে করণীয় নিয়ে আলোচনা করা হয়।

উক্ত ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন আইইউবির উপ-উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়ন্সের ডিন অধ্যাপক তৈয়েবুর রহমান। এছাড়া অনুষ্ঠানে নির্ধারিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. আবু ইউসুফ।

অনুষ্ঠানে রাশেদা কে চৌধুরী বলেন, নীতি নির্ধারকেরা শিক্ষা খাতের গুরুত্ব বুঝতে ব্যর্থ হয়েছেন। শিক্ষা খাতে আর্থিক গুরুত্ব আরও জোরালো করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য যথেষ্ট বাজেট বরাদ্দ রাখতে হবে।

Exit mobile version