Site icon Jamuna Television

মুজিবনগরে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন, গণপিটুনিতে ঘাতক নিহত

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরে মাদক (গাঁজা) সেবনে বাঁধা দেয়ায় সাইদুর রহমান (৩৪) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে মনির (৩০) নামে এক মাদকসেবী। আজ শনিবার (১২ জুন) দুপুরে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার যতারপুর বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। সাইদুর রহমানকে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হয়েছে মাদকসেবী মনির।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাদকসেবী মনির বটতালায় বসে গাঁজা সেবন করছিল। এ সময় নিহত সাইদুর রহমানসহ বেশ কয়েকজন মনিরকে গাঁজা সেবনে নিষেধ করে। নিষেধ না শুনলে মনিরের সাথে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে মনির তার হাতে থাকা হাসুয়া (কৃষি কাজে ব্যবহৃত) দিয়ে সাইদুরের গলায় কোপ দিলে ঘটনাস্থলেই সাইদুরের মৃত্যু হয়। পরে স্থানীয় জনগণ মনিরকে গণপিটুনি দিলে মারা যায় সে।

মুজিবনগর থানার ওসি আব্দুল হাসেম জানান, মাদক সেবনে জোড়া খুনের ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন মেহেরপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

Exit mobile version