Site icon Jamuna Television

সাভারে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, যানবাহন ভাঙচুর

সাভারের ডিইপিজেডের সামনে লেলি ফ্যাশন নামের একটি বন্ধ কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

পুলিশ জানিয়েছে, আজ রোববার (১৩ জুন) সকালে দাবি আদায়ে সকালে ডিইপিজেডের প্রধান ফটকের সামনে জড়ো হয় ফেব্রুয়ারিতে বন্ধ হয়ে যাওয়া লেলি ফ্যাশন নামের কারখানার শ্রমিকরা। একপর্যায়ে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে তারা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ তাদের সেখান থেকে সরে যেতে বললে ক্ষুব্ধ শ্রমিকরা মাইক্রোবাসসহ বেশ কিছু গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে শ্রমিকদের দাবি, তাড়া খেয়ে পালানোর সময় বৈদ্যুতিক খুঁটির সাথে আঘাত লেগে প্রাণ গেছে জেসমিন নামের এক নারী শ্রমিকের।

ইউএইচ/

Exit mobile version