Site icon Jamuna Television

সাকিবের শাস্তি কমাতে মোহামেডানের আবেদন

মাঠে অসদাচরণ করে নিষেধাজ্ঞায় পড়া সাকিব আল হাসানের শাস্তি কমাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তার তিন ম্যাচের শাস্তি কমাতে বিসিবির কাছে অনুরোধ জানিয়েছে ক্লাবটি।

মোহামেডানের ডিরেক্টর ইন চার্জ অফ এডমিনিস্ট্রেশন কাজী ফিরোজ রশিদ এমপির স্বাক্ষরিত এক চিঠিতে এই অনুরোধ করা হয়েছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বরাবর এই আবেদন করেছে তারা।

এর আগে ঢাকা প্রিমিয়ার লিগে অশোভন আচরণের জন্য সাকিব আল হাসানকে ৩ ম্যাচ নিষেধাজ্ঞা দেয় ক্রিকেট কমিটি অব মেট্রোপলিস (সিসিডিএম)। সেইসঙ্গে পাঁচ লাখ টাকাও জরিমানা করা হয় তাকে। সর্বশেষ মোহামেডান-আবাহনী ম্যাচে স্ট্যাম্পে লাথি মারা ও স্ট্যাম্প উপড়ে ফেলায় তার বিরুদ্ধে এমন শাস্তির ঘোষণা দেয় সিসিডিএম। ম্যাচ আম্পায়ারের রিপোর্টের ভিত্তিতে লেভেল-থ্রি’র আওতায় দেয়া হয়েছে এমন শাস্তি।

Exit mobile version