Site icon Jamuna Television

সুশান্তের নামে চালু হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার!

সুশান্তের নামে চালু হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার!

সুশান্ত সিংহ রাজপুতের নামে ভারতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় সরকার। প্রয়াত অভিনেতার প্রথম মৃত্যুবার্ষিকীর দিনে এমনই খবর শোনা যায়। সরকারি মহলের দাবি, ইতিমধ্যেই সুশান্তের নাম প্রস্তাব করা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার কমিটির কাছে। রাজনৈতিক মহলের মতে, আমলাতন্ত্রের কারণেই নাকি পরিকল্পনা বাস্তবায়িত হতে দেরি হচ্ছে।

জানা যায়, যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়ে পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। কিছু নিয়ম-নীতির গেরোয় থমকে আছে এই পরিকল্পনা। আশা খুব শিগগিরিই এই বিশেষ পুরস্কার চালু হবে।

নামাঙ্কিত পুরস্কারের পাশাপাশি এর আগে প্রয়াত অভিনেতাকে সম্মান জানাতে একাধিক প্রস্তাব গৃহীত হয়েছিল। কিন্তু কোনটাই এখনও বাস্তবায়িত হয়নি। যেমন- ঘোষণার পরেও তৈরি হয়নি সুশান্তের বায়োপিক।

এনএনআর/

Exit mobile version