Site icon Jamuna Television

মনু নদে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার শহরে মনু নদের ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসীসহ কয়েকটি সংগঠন। মানবন্ধনে নির্ধারিত স্থানে দ্বিতীয় সেতু নির্মাণের দাবি জানানো হয়।

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে মৌলভীবাজার পৌরসভার পূর্ব বড়হাট এলাকায় আয়োজিত এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে স্থানীয় লোকজন।

আব্দুর রহিম আজাদ মিয়ার সভাপতিত্বে এবং আনিসুল ইসলাম চৌধুরী তুষারের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর জালাল আহমদ, মকবুল মিয়া, আব্দুর মতিন, শফিকুল ইসলাম, আব্দুল জলাল ও শামীম আহমদ।

Exit mobile version