Site icon Jamuna Television

অভিনেত্রী স্বরা ভাষ্কর ও টুইটারের এমডির বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ

অভিনেত্রী স্বরা ভাষ্কর ও টুইটারের ভারতীয় এমডি মনিশ মহেশ্বরি, সাংবাদিক আরফা খানম এবং আরও কয়েকজনের বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইণ্ডিয়ান এক্সপ্রেসের এক সংবাদে এই তথ্য উঠে এসেছে।

সংবাদে বলা হয়েছে, ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদ এলাকায় গত ৫ জুন আব্দুল সামাদ সাইফি নামক এক বৃদ্ধ মুসলিম হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠে। সেখানে ওই বৃদ্ধকে জোর করে জয় শ্রী রাম বলানো হয়েছে বলেও অভিযোগ করা হয়।

এদিকে বুধবার (১৬ জুন) দিল্লির তিলক মার্গ থানায় অমিত আচার্য নামে একজন উকিল ভারতীয় দণ্ডবিধির ১৫৩ ধারায় স্বরা ভাস্করসহ কয়েকজনের বিরুদ্ধে এফআইর দাখিল করেছেন। তার অভিযোগ, এই হামলার ঘটনায় স্বরা ভাস্করসহ অভিযুক্তরা সাম্প্রদায়িক রং লাগিয়ে টুইটারে পোস্ট করে নাগরিকদের সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন।

ওই বৃদ্ধের ওপর হামলার ঘটনায় তিনজনকে আটক করেছে দিল্লি পুলিশ। পুলিশ বলছে, অভিযুক্তরা জানিয়েছে, ওই বৃদ্ধ তাদের কাছে ভুয়া তাবিজ বিক্রি করতে এসেছিলেন।

Exit mobile version