Site icon Jamuna Television

নন্দীগ্রামের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা

নন্দীগ্রামে ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তার অভিযোগ নন্দীগ্রামের ওই আসনে ঠিকভাবে ভোট গণনা করা হয়নি।

হিন্দুস্তান টাইমসের এক খবরে বলা হয়েছে, প্রায় এক মাস আগে শুভেন্দু অধিকারীর কাছে ওই হারের বিরুদ্ধে আপিল করে বৃহস্পতিবার (১৭ জুন) কলকাতা হাইকোর্টে হাজির হন মমতা। এর আগে একই অভিযোগে ফলাফল প্রকাশের পরপরই ভোট পুনর্গণনার আবেদন নিয়ে নির্বাচন কমিশনে গিয়েছিলেন তিনি। তবে পুনরায় ভোট গুণতে তার করা সেই আবেদন খারিজ করে দিয়েছিল নির্বাচন কমিশন।

শুক্রবার (১৮ জুন) মমতার হাইকোর্টে করা মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। সকাল ১১ টায় বিচারক কৌশিক চন্দের একক বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হবে।

বর্তমানে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিধানসভায় বিজেপির হয়ে বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করছেন।

Exit mobile version