Site icon Jamuna Television

করোনার নতুন চিকিৎসা খুঁজে পেয়েছে ব্রিটেনের বিজ্ঞানীরা

গবেষকরা এক বছর আগে আবিষ্কার করেছিলেন যে সস্তা স্টেরয়েড ওষুধ করোনাভাইরাসে মৃত্যু ঠেকাতে পারে। এর ঠিক এক বছর পর গবেষকরা এখন বলছেন, তারা নতুন একটি জীবনরক্ষাকারী চিকিৎসার পথ খুঁজে পেয়েছেন। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র।

তবে এই চিকিৎসা ব্যবস্থা বেশ ব্যয়বহুল। এই পদ্ধতিতে রোগপ্রতিরোধ ব্যবস্থাকে জোরদার করার বদলে স্যালাইনের মাধ্যমে শক্তিধর অ্যান্টিবডি মানব দেহের শিরায় ঢুকিয়ে দেয়া হয় যা ভাইরাসকে পরাস্ত করতে পারে।

হাসপাতালের পরীক্ষায় দেখা গেছে, কোভিডে মারাত্মকভাবে আক্রান্ত রোগীদের মধ্যে প্রতি তিনজনের একজন এতে সেরে উঠেছে।

এই চিকিৎসা দিয়ে করোনায় আক্রান্ত প্রতি ১০০ জন সাধারণ রোগীর মধ্যে ছয় জনের জীবন রক্ষা করা সম্ভব হবে বলে বিশেষজ্ঞরা হিসেব করে দেখেছেন।

হাসপাতালের ট্রায়ালে প্রদাহবিরোধী স্টেরয়েড ওষুধ ডেক্সামাথাসোনের পাশাপাশি রোগীদের ওপর নতুন এই চিকিৎসা প্রয়োগ করা হয়। তবে যেসব রোগীর দেহে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার মতো যথেষ্ট অ্যান্টিবডি তৈরি হয় না শুধু তাদেরই এই চিকিৎসা দেয়া হয়।

Exit mobile version