Site icon Jamuna Television

রংতুলিতে জয়া আহসান

রংতুলিতে জয়া আহসান

সোশ্যাল মিডিয়ায় প্রায়ই জয়া আহসান শেয়ার করেন নিজের ছবি। সে সব ছবিকে ভালোবাসায় ভরিয়ে রাখেন ভক্ত-অনুরাগীরা। এবার অন্য রকম কিছু শেয়ার করলেন জয়া। রংতুলিতে তাকে ফুটিয়ে তুলেছেন শিল্পী রাকা ব্যানার্জি। সেই ছবি একটি গ্রুপ থেকে নিজের ওয়ালে তুলে এনে সবার সঙ্গে ভাগ করে নিলেন জয়া।

রাকা ছবিটির নাম দিয়েছেন ‘কমলে কামিনী’। জয়ার পরিচয় হিসেবে ক্যাপশনে লেখেন, খুব প্রিয় একজন বাঙালি অভিনেত্রী। দুই বাংলা মিশে আছে যার নামে জয়া আহসান।

ছবিটি শেয়ার করে জয়া লিখেছেন, ‘ভালোবাসা।’ তার ভক্তদের অনেকেই পছন্দ করেছেন।

এনএনআর/

Exit mobile version