ফুটবল মাঠের পর এবার ইনস্টাগ্রামে ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইনস্টাগ্রামে ৩০০ মিলিয়ন ফলোয়ারের ল্যান্ডমার্কে পৌছানো প্রথম ব্যক্তি হলেন তিনি। গত শুক্রবার (১৮ জুন) সামাজিক যোগাযোগের এই মাধ্যমে সিআরসেভেনের একাউন্টে ফলোয়ারসংখ্যা দাঁড়ায় ৩০০ মিলিয়ন । ২০০ মিলিয়ন ফলোয়ারের ল্যান্ডমার্কে পৌছানো প্রথম ব্যক্তিও ছিলেন তিনি।
দ্বিতীয় স্থানে থাকা অভিনেতা দ্য রক পিছিয়ে আছেন অনেকটা। ইনস্টাগ্রামে রকের ফলোয়ার ২৪৬ মিলিয়ন। শীর্ষ দশের মধ্যে আছেন মাত্র আর একজন ক্রীড়াবিদ। বার্সেলোনা ও আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। সামাজিক এই মাধ্যমে ক্ষুদে জাদুকরকে ফলো করেন ২১৮ মিলিয়ন মানুষ।

