Site icon Jamuna Television

ঝিনাইদহে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু, বেড়েছে সংক্রমণ

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে বেড়েছে করোনায় আক্রান্তের হার ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় ৯০ জনের করোনা সনাক্ত হয়েছে। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৪ জন। মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে ১ জন।

ঝিনাইদহের সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, রোববার (২০ জুন) সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাব থেকে ১৬৪ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এদের মধ্যে করোনা সনাক্ত হয়েছে ৯০ জনের। জেলায় সনাক্তের হার ৫৪.৮৭%। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩৯৬ জনের। গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬৬ জনে।

তবে করোনার সংক্রমণের হার দিন দিন বৃদ্ধি পেলেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। হাট-বাজার, দোকান-পাট ব্যবসা প্রতিষ্ঠানে মাস্ক ছাড়া কেনা-বেচা করছে ক্রেতা-বিক্রেতারা। শহরের চলাচলে বিধি নিষেধ থাকলেও নিদের্শনা থেকে যাচ্ছে উপেক্ষিত। স্বাস্থ্যবিধি না মেনে হাট-বাজারে চলাচল করতে দেখা গেছে স্থানীয় বাসিন্দাদের।

ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ হারুন অর রশিদ জানান, ৫০ বেড়ের করোনা ওয়ার্ডে ৫১ জন রোগী ভর্তি আছে। স্থান সংকুলান না হওয়ায় ৫০ বেডের একটি নতুন করোনা ওয়ার্ড খোলা হয়েছে। সদর হাসপাতালে করোনা পরীক্ষার জন্য ভিড় লেগে গেছে।

Exit mobile version