Site icon Jamuna Television

করোনায় প্রাণহানি ৫ লাখ ছাড়ানোয় ব্রাজিলজুড়ে প্রেসিডেন্ট বিরোধী বিক্ষোভ

করোনাভাইরাসে মোট প্রাণহানি ৫ লাখ ছাড়ানোয় ব্রাজিলজুড়ে চলছে প্রেসিডেন্ট জেইর বলসোনারো বিরোধী বিক্ষোভ-আন্দোলন।

শনিবার লাতিন দেশটির ৩০০ শহরের সড়কে নামেন ক্ষুব্ধ ব্রাজিলীয়রা। মহামারির এই ভয়াবহ পরিস্থিতির জন্য প্রেসিডেন্টের অমনোযোগী আচরণকে দায়ী করেন সবাই।

তারা দাবি করেন, করোনার প্রথম ধাক্কাতেই সবচেয়ে ক্ষতিগ্রস্ত ছিলো ব্রাজিল। অথচ বিপুল মৃত্যু-সংক্রমণ দেখেও শিষ্টাচার মানার ব্যাপারে আগ্রহী ছিলেন না বলসোনারো। উল্টো তিনি মাস্কহীন অবস্থায় জন্মদিন পালন করেছেন; যোগ দিয়েছেন সমাবেশে।

করোনা আক্রান্ত হওয়ার পরও তিনি দিয়েছেন বৈজ্ঞানিক অনুমোদনহীন ঔষধের সমর্থন। উল্টো নিরুৎসাহিত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছাড়পত্র পাওয়া করোনা ভ্যাকসিন গ্রহণে। অবিলম্বে তার পদত্যাগ চান অনেক ব্রাজিলীয়।

ইউএইচ/

Exit mobile version