Site icon Jamuna Television

আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৭

আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৭

আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের মূলহোতা নদী ওরফে জয়াসহ সাত জনকে গ্রেফতার করেছে হাতিরঝিল থানা পুলিশ। সোমবার রাতে নড়াইল ও যশোরের সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের উপ কমিশনার জানান, হাতিরঝিল থানার দুটি মামলায় নদীর বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে। নদী এবং হৃদয় বাবু একে অপরের ঘনিষ্ঠ।

আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে, মানবপাচারের সাথে যশোরের শার্শা এলাকার জনপ্রতিনিধির সম্পৃক্ততা পাওয়া গেছে। তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

সম্প্রতি ভারতে বাংলাদেশি তরুণীকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশব্যাপী তোলপাড় শুরু হয়। পরে হাতিরঝিল থানা পুলিশ ভিকটিমের পরিচয় বের করে এবং নির্যাতনে জড়িত বাংলাদেশি তরুণ টিকটক বাবু বা হৃদয় বাবুকে শনাক্ত করে গ্রেফতার করে।

এনএনআর/

Exit mobile version