Site icon Jamuna Television

আবদালা করোনার বিরুদ্ধে ৯২ শতাংশেরও বেশি কার্যকর, দাবি কিউবার

কিউবার আবদালা টিকা করোনার বিরুদ্ধে ৯২ শতাংশেরও বেশি কার্যকর বলে দাবি করেছে প্রতিষেধকটির প্রস্তুতকারী প্রতিষ্ঠান বায়োকিউবাফার্মা ল্যাবরেটরি। তবে এই কার্যকারিতা সংক্রমণ, রোগ, নাকি মৃত্যুর ক্ষেত্রে, তা সুনির্দিষ্টভাবে তুলে ধরা হয়নি।

কিউবা বর্তমানে করোনার পাঁচটি টিকা নিয়ে কাজ করছে। এর মধ্যে দুটির ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হওয়ায় গত মাস থেকে দেশটি জনগণকে টিকা দেওয়ার কাজ শুরু করেছে। সোমবার (২১ জুন) বায়োকিউবাফার্মা একটি টুইট বার্তায় জানিয়েছে, ইতিমধ্যে ব্যবহার শুরু করা দুটি টিকার একটি আবদালা। তিন ডোজের এই টিকা করোনার বিরুদ্ধে ৯২.২৮% কার্যকর, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী করোনাভাইরাসের টিকা অনুমোদনের ক্ষেত্রে টিকার কার্যকারিতা অন্তত ৫০ শতাংশ হতে হবে।

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল এ খবরকে স্বাগত জানিয়েছেন। তার মতে এটি একটি বড় অর্জন দেশটির জন্য।

এদিকে দেশটিতে সম্প্রতি করোনার সংক্রমণ দ্রুত বেড়ে চলেছে। সোমবার(২১ জুন) কিউবায় নতুন করে ১৫৬১ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন এক লাখ ৬৯ হাজার এবং মৃত্যু বরণ করেছেন ১১৭০ জন নাগরিক।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা কিউবা আশির দশক থেকে ঐতিহ্যগতভাবেই নিজস্ব উদ্যোগে বিভিন্ন রোগের টিকা তৈরি করে আসছে।

Exit mobile version