Site icon Jamuna Television

রামেকের করোনা ইউনিটে আরও ১৬ জনের মৃত্যু

গেলো ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৬ জন।

এর মধ্যে রাজশাহীর জেলার ৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩, নাটোর ও নওগাঁয় ২ জন করে এবং ঝিনাইদহে ১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে তিনশ’ ৫২ জন।

গেলো ২৩ দিনে হাসপাতালের করোনা ইউনিটেই মৃত্যু হয়েছে ২৪৫ জনের। জেলায় শনাক্তের হার ১৯.৫৩ শতাংশ। হাসপাতালে রোগীর চাপ বাড়তে থাকায় পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হচ্ছে। রোগীদের নিরবচ্ছিন্ন অক্সিজেনও সরবরাহ করা যাচ্ছে না।

ইউএইচ/

Exit mobile version