Site icon Jamuna Television

খিলগাঁওয়ের ড্রেনে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর খিলগাঁওয়ে খালের পানিতে পড়ে নিখোঁজ হওয়া আবুল হোসেনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ২৪ ঘণ্টারও বেশি সময় পর উদ্ধার হয় মরদেহটি।

বুধবার সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ১ কিলোমিটার দূরে তার মৃতদেহ ভেসে ওঠে। ময়লা-আবর্জনার ভেতরে কিছু একটা ভাসতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে খিলগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নানের নেতৃত্বে একটি দল গিয়ে যুবকের মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহটি ব্যাগে ভরে খিলগাঁও থানার কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

গতকাল সকাল ১০টার দিকে বোতল কুড়াতে গিয়ে ড্রেনে পড়ে নিখোঁজ হয় আবুল। সে খিলগাঁও ফ্লাইওভারের নিচে থাকতো।

ইউএইচ/

Exit mobile version