Site icon Jamuna Television

এবার প্রেমিকার জন্য আইফোন চেয়ে সনুকে টুইট

করোনা মহামারীতে মানুষকে বাড়ি পৌছে দেয়া থেকে শুরু থেকে চিকিৎসার জন্য নিজের দায়িত্বে অক্সিজেন প্ল্যান্ট কিনে আনা, নিজেকে উজাড় করে মানুষের পাশে দাঁড়িয়েছেন পর্দার খলনায়ক সনু সুড। এইজন্য ভারতের জনগণের কাছে ‘মাসিহা’ উপাধিও পেয়েছে এই বলিউড অভিনেতা। এবার এই অভিনেতার কাছে ফোন চেয়ে বসলো এক ভক্ত। তাও আবার নিজের জন্য নয়। চাইছে প্রেমিকার জন্য।

সনুর কাছে টুইটারে বহু মানুষ নানা ধরনের সাহায্যের জন্য শরণাপন্ন হন। সাধ্যমতো পাশেও সাহায্য করে চলছেন তিনি। তবে এবার তার ভক্ত আইফোন চেয়ে বসেছে। ওই ভক্ত লিখেন, ভাই আমার প্রেমিকা আইফোন চাইছে, আপনি কি কিছু করতে পারবেন?

উত্তর সনু লিখেন,আইফোন দিতে পারব কি না জানি না। তবে আমি তোমার প্রেমিকাকে আইফোন দিলেও তাতে তোমার কোনও লাভ হবে না।

এই কথোপকথনে দেখে হাসির রোল উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে আবার মন্তব্য বাক্সে নিজেদের নানা প্রয়োজনের কথা জানিয়েছেন সনুকে।

Exit mobile version