Site icon Jamuna Television

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ধানমণ্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভানেত্রী।

উপমহাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ধানমণ্ডিতে শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধু কন্যা। এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। মহামারির পরিস্থিতিতে সীমিত পরিসরে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভানেত্রী।

এ সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন না কোনো কেন্দ্রীয় নেতা। পরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা। দলটির সাধারণ সম্পাদক বলেন, অতীতের ন্যায় ভবিষ্যতেও দেশের মানুষের পাশে থাকবে আওয়ামী লীগ।

ইউএইচ/

Exit mobile version