Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে যুদ্ধের চেয়ে আত্মহত্যায় মারা গেছে ৪ গুণ সেনা

যুক্তরাষ্ট্রের সৈন্যদের মাঝে যতজন যুদ্ধে মারা গিয়েছে তার ৪ গুন আত্মহত্যায় মারা গিয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ভিত্তিক এক প্রতিষ্ঠানের গবেষণায় এ তথ্য উঠে এসেছে। খবর এনবিসি নিউজ।

সোমবার (২১জুন) ‘কস্ট অব ওয়ার প্রজেক্ট’ শিরোনামে এই রিপোর্ট প্রকাশ করা হয়।

গবেষণা প্রতিবেদনটিতে বলা হয়েছে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর বিভিন্ন দেশে যুদ্ধের কারণে যত সেনা মারা গেছে, তার চেয়ে ৪ গুণ সেনা মারা গেছে আত্মহত্যায়।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, প্রায় ৩০ হাজার ১৭৭ জন মার্কিন নিয়মিত এবং যুদ্ধ-ফেরত সেনা আত্মহত্যা করেছে যেখানে যুদ্ধের কারণে মারা গেছে ৭ হাজার ৫৭ জন সেনা। মার্কিন সেনা মৃত্যুর এই হারের চেয়ে আত্মহত্যায় যুক্তরাষ্ট্রের সেনা নিহতের সংখ্যা ৪ দশমিক ২৮ ভাগ বেশি।

রিপোর্টে এক পরিসংখ্যানে দেখানো হয়, সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের অংশ হিসেবে বিভিন্ন দেশে আক্রমণ শুরু করে। সেই থেকে এখন পর্যন্ত কর্তব্যরত অবস্থায় ৫ হাজার ১১৬ জন সেনা আত্মহত্যায় মারা গেছেন।

Exit mobile version