Site icon Jamuna Television

বুরকিনা ফাসোয় নিরাপত্তা বাহিনীর ওপর হামলা, নিহত কমপক্ষে ১১

আফ্রিকার দেশ বুরকিনা ফাসোয় নিরাপত্তা বাহিনীর ওপর চোরাগোপ্তা হামলায় নিহত কমপক্ষে ১১ পুলিশ সদস্য। এখনো নিখোঁজ আরও ৪ জন।

মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতি অনুসারে, ইরগাও এলাকায় ত্রাণ বিতরণের সময় তাদের ওপর চালানো হয় হামলা। নিখোঁজদের সন্ধানে চলছে জোরালো তল্লাশি অভিযান। এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি।

জুনের শুরুতেই অঞ্চলটিতে হয়েছে বড় ধরনের সহিংসতা। সেসময় প্রাণ হারান কমপক্ষে ১৬০ জন; ঘরবাড়ি ছাড়তে বাধ্য হন অন্তত ৭ হাজার পরিবার। দেশটির সরকারের হিসাবেই আঞ্চলিক সহিংসতায় চলতি বছর গৃহহীন হয়েছেন দেড় লাখের মতো মানুষ। যাদের ৮৪ শতাংশই নারী ও শিশু।

ইউএইচ/

Exit mobile version