Site icon Jamuna Television

কোপায় এবার কলম্বিয়ার মুখোমুখি ব্রাজিল

কোপা আমেরিকায় গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আগামিকাল বৃহস্পতিবার (২৪জুন) সকাল ৬টায় কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। রাত তিনটায় আরেক ম্যাচে লড়বে ইকুয়েডর-পেরু।

রিও ডি জেনিরোতে গ্রুপ ‘বি’ এর লড়াইয়ে নিজেদের তৃতীয় ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ফেভারিট হিসেবে মাঠে নামবে ব্রাজিল। প্রথম দুই ম্যাচে ৭ গোল করা ব্রাজিল কলম্বিয়ার বিপক্ষেও আক্রমণাত্মক কৌশলে খেলবে। টানা ৯ ম্যাচে শতভাগ জয় পাওয়া স্বাগতিকরা এই ম্যাচেও সেরা একাদশই মাঠে নামাবেন। তবে নেইমারের সাথে আক্রমণ ভাগে কিংবা মাঝমাঠে খেলোয়াড় বদলের বিলাসিতা করার সুযোগ আছে সেলেসাও কোচ তিতের।

অন্যদিকে, পেরুর বিপক্ষে হারের পর ব্রাজিল ম্যাচে কলম্বিয়া একাদশেও আসবে পরিবর্তন। একাদশে ফিরতে পারেন আটালান্টা স্ট্রাইকার মুরিয়েল।

Exit mobile version