Site icon Jamuna Television

চিকিৎসাবিজ্ঞানের আধুনিক প্রযুক্তির সাথে পরিচয় এক মমির!

চিকিৎসাবিজ্ঞানের আধুনিক প্রযুক্তির সাথে পরিচয় এক মমির!

চিকিৎসাবিজ্ঞানের আধুনিক প্রযুক্তির সাথে পরিচয় ঘটলো মিসরের প্রাচীন এক মমির। সোমবার ইতালির মিলানের পলিক্লিনিকো হাসপাতালে সিটি স্ক্যান করানো হয় এটির। মূলত তার চেহারা, জীবনযাপনের ধরন এবং মৃত্যুর কারণ সম্পর্কে ধারণা পেতেই এ উদ্যোগ।

বিশেষজ্ঞরা বলছেন, এই গবেষণায় প্রাচীনকালের রোগ সম্পর্কেও ধারণা মিলবে। এছাড়া ফরেনসিকের মাধ্যমে পুনরায় চেহারা দেয়ার চেষ্টা করা হবে মমিটির। বোঝার চেষ্টা করা হবে, কোন কেমিক্যাল ব্যবহার করে এগুলো সংরক্ষণ করা হতো।

ধারণা করা হচ্ছে, প্রায় তিন হাজার বছরের পুরনো মমিটি ‘আনখেখোনসু’ নামে একজন ধর্মযাজকের। ১৮৮৫ সাল থেকে ইতালিতে আছে মমিটি। একে জীবন্ত জাদুঘরের সাথে তুলনা করেছেন ইতালির গবেষকরা।

এনএনআর/

Exit mobile version