Site icon Jamuna Television

ভারতীয় ভ্যারিয়েন্ট ‘ডেল্টা’ ও ‘কাপ্পা’র বিরুদ্ধেও কার্যকর অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন

করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট ‘ডেল্টা’ ও ‘কাপ্পা’র বিরুদ্ধেও কার্যকর অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন। মঙ্গলবার এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

সম্প্রতি এক গবেষণা চালায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এতে ‘ডেল্টা’ ও ‘কাপ্পা’ ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে স্টাডি করা হয়। এই প্রজাতিতে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন এবং ভ্যাকসিন গ্রহণ করেছেন এমন দুই ধরণের ব্যক্তিদের অ্যান্টিবডি সংগ্রহ করে চালানো হয় পরীক্ষা।

এতে দেখা যায়, শক্তিশালী এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর অ্যাস্ট্রাজেনেকার টিকা। গেল সপ্তাহে একই কথা জানায় ইংল্যান্ডের জনস্বাস্থ্য দফতর। তারা জানায় অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের টিকা ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৯০ শতাংশের বেশি কার্যকর।

Exit mobile version