Site icon Jamuna Television

ব্যাটে বলে দুর্দান্ত অলক কাপালি

ঢাকা প্রিমিয়ার লিগের সুপার সিক্সের রুদ্ধশাস ম্যাচে অলক কাপালির অলরাউন্ড পারফরমেন্সে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ২ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

শরিফুলের বলে গোল্ডেন ডাক পেয়েছেন সৌম্য সরকার। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন মমিনুল হক ও মাহমুদউল্লাহ রিয়াদ। মেহেদীর ৩৩, আরিফুলের ৩১ আর আকবর আলীর ২৪ রানে ভর করে ১২৫ রানের মামুলি পুঁজি পায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। বল হাতে জ্বলে ওঠেন ৩৭ বছর বয়সী অলক কাপালি। ইয়াসির রাব্বি-মাহমুদউল্লাহ-জাকির হাসানকে ফেরান তিনি।

জবাবে ১৬ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে প্রাইম ব্যাংক। তবে নাহিদুলের ২৫ বলে ৩৯ রানের ইনিংসে ঘুরে দাড়ায় প্রাইম ব্যাংক। জয় থেকে প্রাইম ব্যাংক যখন ২৬ রান রান দূরে তখন ফেরেন নাহিদুল। তবে হাল ধরেন অলক কাপালি। তার ১৫ বলে ২১ রানের ইনিংসে জয় পায় শীর্ষদল প্রাইম ব্যাংক।

Exit mobile version