Site icon Jamuna Television

ইথিওপিয়ায় সামরিক বাহিনীর অভিযানে নিহত কমপক্ষে ৬০

ইথিওপিয়ায় সামরিক বাহিনীর অভিযানে নিহত কমপক্ষে ৬০

ইথিওপিয়ায় সামরিক বাহিনীর অভিযানে প্রাণ গেছে কমপক্ষে ৬০ জনের। মঙ্গলবারের ঘটনায় আহত শিশুসহ শতাধিক মানুষ। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। রাজধানী টাইগ্রের উত্তরাঞ্চলীয় এক গ্রামে হয় এ ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে স্থানীয় এক বাজারে বোমা হামলা চালায় বিমান বাহিনী। এটি সন্ত্রাস বিরোধী অভিযান ছিল বলে দাবি সামরিক বাহিনীর। তবে বেসামরিক হতাহতের খবর স্বীকার করেনি তারা।

এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সম্প্রতি টাইগ্রেতে বেড়েছে বিদ্রোহীদের দৌরাত্ম্য। বিবদমান পক্ষগুলোর সংঘাতে গত আট মাসে কয়েক হাজার মানুষের প্রাণহানি হয়েছে।

এনএনআর/

Exit mobile version