Site icon Jamuna Television

আখাউড়া স্টেশনে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে অজ্ঞাত (৫০) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ
বৃহস্পতিবার (২৪জুন) সকালে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. মাজহারুল করিম যমুনা টেলিভিশনকে জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ স্টেশনের প্রধান ফটক থেকে মরদেহ উদ্ধার করা হয়। দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে লাশের গায়ে কোনো ধরনের আঘাতের চিহ্ন নেই।

স্টেশনের ব্যবসায়ীদের বরাত দিয়ে ওসি জানান, রোগাক্রান্ত মহিলাটিকে বেশ কিছুদিন ধরে স্টেশন এলাকায় ভবঘুরে হিসেবে ভিক্ষা করতে দেখেছেন। লাশের পরিচয় উদঘাটনে চেষ্টা করছে রেলওয়ে পুলিশ।

Exit mobile version