Site icon Jamuna Television

অসামাজিক কাজের প্রতিবাদ করায় ধর্ষণের অভিযোগ

অভিযুক্ত জালাল উদ্দীন বাচ্চু।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অসামাজিক কাজে প্রতিবাদ করায় ধর্ষণের শিকার হয়েছেন এক নারী। অভিযোগের তীর স্থানীয় আওয়ামী লীগ নেতা ও তার সহযোগীর বিরুদ্ধে। সম্প্রতি ভুক্তভোগী ওই নারীর বিচার চাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ঘটনাটি নজরে আসে সবার। দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর।

ভুক্তভোগী নারী জানান, চাকরির সুবাদে ছেলেকে নিয়ে স্বামী ঢাকায় থাকেন। মেয়ে থাকেন শ্বশুরবাড়িতে। বেশিরভাগ সময় বাসায় একাই থাকতেন তিনি। তার অভিযোগ, গত কয়েকমাস ধরে প্রতিরাতে বাসার পেছনে অসামাজিক কাজ করতে পটুয়াভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন বাচ্চু ও তার সহযোগী আবু হানিফ। প্রতিবাদ করায় স্থানীয় আওয়ামী লীগ নেতার নির্দেশে ওই নারীর বাসায় ঢুকে তাকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে আবু হানিফ। বিষয়টি কাউকে জানালে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয়া হয় বলে জানান ওই নারী।

তবে এসব অভিযোগ নাকোচ করেন অভিযুক্ত জালাল উদ্দীন বাচ্চু। তিনি বলেন, তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি মহল ষড়যন্ত্র করছে।

তবে পুলিশ জানিয়েছে এই ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি।

নির্যাতনের এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী নারী ও তার পরিবার।

Exit mobile version