Site icon Jamuna Television

২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৭ হাজারের বেশি মানুষের মৃত্যু

২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ৭ হাজারের বেশি প্রাণ গেছে করোনাভাইরাসে। মোট মৃত্যু ছাড়ালো ৩৯ লাখ ৩২ হাজার।

প্রায় ৩ লাখ ৬১ হাজার নতুন সংক্রমিত শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ১৮ কোটি ১৫ লাখ ৩০ হাজার ছুঁইছুঁই।

দৈনিক সংক্রমণ আর প্রাণহানির শীর্ষে এখনও ব্রাজিল। তবে দেশটিতে শনিবার কিছুটা নিম্নমুখী ছিল গ্রাফ। ১৫শ ৪৭ জনের মৃত্যু আর ৬৪ হাজারের ওপর কোভিড আক্রান্ত শনাক্ত হয়েছে এদিন। ভারতে করোনায় মারা গেছে ১ হাজার ২৫৬ জন। ৫০ হাজারের কাছাকাছি মানুষের দেহে চিহ্নিত হয়েছে ভাইরাস। কলম্বিয়ায় প্রাণহানি ৭শয়ের কাছাকাছি। রাশিয়ায় মৃত্যু হয়েছে ৬ শতাধিক। গত ২৪ ঘণ্টায় আর্জেন্টিনায় কিছুটা কমেছে প্রাণহানি। মৃত্যু হয়েছে ৩৩৮ জনের।

Exit mobile version